বুধবার, ২৯ জানুয়ারী ২০২০

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে গোপালগঞ্জে বেড়েছে তীব্রতা শীতের

Home Page » সারাদেশ » গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে গোপালগঞ্জে বেড়েছে তীব্রতা শীতের
বুধবার, ২৯ জানুয়ারী ২০২০



ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ বুধবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে গোপালগঞ্জে। এতে শীতের তীব্রতা বেড়েছে।

গোপালগঞ্জ আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার ও বৃহস্পতিবার থেমে থেমে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। তবে শুক্রবার মেঘ কেটে যবে। পরে শনিবার থেকে আবারও তাপমাত্রা কমে শীত বাড়তে পারে।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান সমকালকে জানান, এই বৃষ্টি দু’দিন অব্যাহত থাকবে। গত ২৪ ঘন্টায় এই জেলায় ১৪.৮ ডিগ্রি সেলিসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল ৬টা ২০মিনিট থেকে তিন ঘন্টায় .০৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

এদিকে জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপদে পড়েছেন সাধারণ মানুষ। এ দিন রাস্তাঘাটে অন্যান্য দিনের চেয়ে মানুষের উপস্থিতিও কম ছিল।

বাংলাদেশ সময়: ১০:২১:৩০   ৬৭৮ বার পঠিত   #  #  #  #