সোমবার, ২৭ জানুয়ারী ২০২০

ভাঙ্গায় কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু
সোমবার, ২৭ জানুয়ারী ২০২০



নিহত ইমন বেপারী
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় ইমন বেপারী (২০) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে বিলভরা গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইমন উপজেলার মানিকদহ ইউনিয়নের বিলভরা গ্রামের আক্কাস বেপারীর ছেলে ও ফরিদপুর গ্রাসরুটস কলেজ অব টেকনোলজির ১ম বর্ষের ছাত্র।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানাযায়, সে রোববার এশার নামাজ পড়ে রাতের খাবার খায় এবং তার চাচার ঘরে শোবার জন্য যায়। সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকির এক পর্যায় সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পায়। ঘরের ভেতরে ঢুকতেই ফ্যানের সাথে রশি দিয়ে তার মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে একটি চিরকুট সহ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। চিরকুটে বারংবার ময়নাতদন্ত ছাড়াই মৃত দেহটি দাফন করার কথা উল্লেখ করা হয়েছে বলে দাবী করছে পুলিশ। উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, স্থানীয় ওয়ার্ড মেম্বার ও পরিবারের সদস্যরা মৃতদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পুলিশের কাছে আবেদন করেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবারের কোন অভিযোগ না থাকায় ও ময়নাতদন্ত না করার জন্য আবেদনের প্রেক্ষিতে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:৫৪   ১০০০ বার পঠিত   #  #  #