সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
ফেন্সিডিলসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার
Home Page » সারাদেশ » ফেন্সিডিলসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি সেলিম রেজাঃ
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার একটি চৌকশ দল গত (২৫/০১/২০২০) তারিখে মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে মাদক সাম্রাজ্ঞী ০৭ (সাত) টিরও অধিক মাদক মামলার আসামী মোছাঃ চায়না বেগম (৩৮), স্বামী-মোঃ আব্দুস সালাম, সাং-আড়পাড়া নদীপাড়া, থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ’কে ৩৬ (ছত্রিশ) বোতল ফেন্সিডিল সহ কালীগঞ্জ পৌরসভাধীন গান্না রোডস্থ ”সিও” এনজিও অফিসের সামনে হইতে গ্রেফতার করে।