বুধবার, ২২ জানুয়ারী ২০২০

ভাঙ্গায় পরিবহণ বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো মাইক্রোবাস চালক

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় পরিবহণ বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো মাইক্রোবাস চালক
বুধবার, ২২ জানুয়ারী ২০২০



প্রতিকী ছবি
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত পরিবহণ গাড়ীর চাপায় পিষ্ট হয়ে মিন্টু শেখ (৩৫) নামক এক মাইক্রোবাস চালক নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে মাওয়া-ভাঙ্গা মহাসড়কের মালীগ্রাম নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মিন্টু গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিশ্বম্ভর্দী গ্রামের মৃত আকমান শেখের ছেলে ও মাইক্রোবাসটির চালক।
পুলিশ ও যাত্রীদের সুত্রে জানাযায়, ঢাকা থেকে ভাঙ্গা আজিমনগর মোড়ার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী মাইক্রো বাস রওনা দেয়। কুয়াশা ও মহাসড়ক নির্মানের কাজ চলমান থাকায় পথ ভুল করে মাইক্রো বাসটি সেখানে দাড় করিয়ে চালক নেমে পথ চেনার উদ্দেশ্যে মহাসড়কে দাড়িয়ে দেখছিল। এসময় অপর দিক থেকে দ্রুত গতী সম্পন্ন অজ্ঞাত একটি পরিবহণ বাস তাকে ঘটনাস্থলে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে চাকায় পিষ্ট হয়ে তার দেহ থেকে মস্তক ছিন্নভিন্ন হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ টহলরত থাকা অবস্থায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তার লাশ ও মাইক্রো বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ভাঙ্গা আজিমনগর মোড়ার উদ্দেশ্যে মাইক্রো বাসটির (ঢাকা মেট্রো চ ১৩-৭০৯২) চালক পথ ভুল করে মালীগ্রাম ঘটনাস্থলে পৌছালে অপরদিক থেকে আসা অজ্ঞাত বাসটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসটি আটক করা সম্ভব হয়নি। মরদেহটি পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৪৬:৪৩   ৬০৮ বার পঠিত   #  #  #