বুধবার, ২২ জানুয়ারী ২০২০
অভিলাষী মন- সামসুন নাহার
Home Page » সাহিত্য » অভিলাষী মন- সামসুন নাহার
ওগো প্রেমের অভিলাষী মন
সুখের ভেলায় ভেসে
ঠাঁই পেয়েছে কূলে প্রেম
সযত্নে কাছে এসে।
গায়ে জড়ে সোহাগ চাদর
হৃদয়ের কাছে এসো,
আজ একটু নিরিবিলি সাথে
চলো স্রোতে ভাসো।
সদ্য পুষ্পের সৌরভে এসো
মুখরিত করি কায়া,,
ওগো অপলক দৃষ্টি মম
ছড়িয়ে দাও মায়া।
হৃদয়কুঞ্জ সাজানো ফুলে ফুলে
ভরে আছে ভালোবাসায়।
কাছে থেকো ওগো সুজন
দুষ্ট মিষ্টি ছোঁয়ায়।
কিছু সুখ কিছু আশা
দু’জনার একি চাওয়া।
পূর্ণ হয়েছে সবি ওগো
জীবনে সবটুকু পাওয়া।
হৃদয়ের গহীনে আছো লুকে
তবু হাতদুটো ধরে,,
অতীতের স্মৃতির স্বপ্ন; চলো
দেখি রজনী ভরে।
19-01-2020
ডিও এসএইচ মিরপুর ঢাকা।
বাংলাদেশ সময়: ১১:১৮:৫৭ ৭২৭ বার পঠিত