রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
ভাঙ্গায় মোবাইল ব্যাংকিং এজেন্টদের সাথে পুলিশের মতবিনিময়
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় মোবাইল ব্যাংকিং এজেন্টদের সাথে পুলিশের মতবিনিময়
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় বিকাশ, নগদ, শিওর ক্যাশ, ইউ ক্যাশ সহ সকল প্রকার মোবাইল ব্যাংকিং এজেন্টগণের সাথে থানা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে ভাঙ্গা থানা পুলিশের আয়োজনে মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণাকারী চক্রের খপ্পরে পড়া ও থেকে উত্তোরণের বিষয়ে এজেন্টগণের সচেতনতার জন্য থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম। তিনি বলেন, ইতোমধ্যে আমরা জানতে পেরেছি যে, প্রতারকেরা মুঠোফোনে কথা বলে নিজেদের মোবাইল ব্যাংকিং কোম্পানীর উপরোস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে থাকে। এরপর কৌশলে গোপন পিন নম্বর বা কোড সংগ্রহ করে গ্রাহকদের এ্যাকাউন্ট থেকে প্রতারকদের এ্যাকাউন্টে টাকা হাতিয়ে নেয়। এসব প্রতারকেরা তাদের এ্যাকাউন্টে থাকা টাকা এজেন্টদের মাধ্যমে ক্যাশ করে থাকে। আর তাই এজেন্টরা যদি সচেতন হয় তাহলে প্রতারকেরা এজেন্টদেরকে বিপদে ফেলতে পারবে না। দেশে ডিজিটাল নিরাপত্বা আইন রয়েছে। আইন প্রয়োগের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের সেবা করবে। মালীগ্রাম বাজারের শুভ নামক এক মোবাইল ব্যাংকিং কোম্পানীর এজেন্ট সহ একাধিক এজেন্টদের ব্যবসায়ীক নানা ধরনের অভিযোগ, সমস্যা ও পরামর্শ নিয়ে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার। থানা পুলিশ এজেন্টদের সর্বাত্বক সহযোগিতা করবে বলে তিনি তার বক্তব্যে জানান।
বাংলাদেশ সময়: ১৯:০৩:৪৪ ১০০২ বার পঠিত #ফরিদপুর #ভাঙ্গা #মতবিনিময়