শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
দেশের তিন জেলায় বিদ্যুৎ থাকবে না শনিবার
Home Page » আজকের সকল পত্রিকা » দেশের তিন জেলায় বিদ্যুৎ থাকবে না শনিবার
বঙ্গ-নিউজ-
গোপালগঞ্জের ১৩২ কেভি গ্রীড উপকেন্দ্র থেকে ৪০০ কেভি গ্রীড উপকেন্দ্রের ইন-আউট করাসহ বার্ষিক সংরক্ষণ কাজের জন্য শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিন জেলায় বিদ্যুত সরবারহ বন্ধ থেকবে।
তিন জেলার মধ্যে রয়েছে- গোপালগঞ্জ, বাগেরহাট ও খুলনা। পাওয়ার গ্রীড কোম্পানীর ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে জানা গেছে, গোপালগঞ্জ ১৩২ কেভি গ্রীড উপকেন্দ্র থেকে মাদারীপুর গ্রীড উপকেন্দ্র পর্যন্ত ১৩২ কেভি সঞ্চালন লাইনটি নবনির্মিত গোপালগঞ্জের ৪০০ কেভি গ্রীড উপকেন্দ্রের সাথে ইন-আউট করাসহ বার্ষিক সংরক্ষণ কাজ চলবে। এজন্য আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোপালগঞ্জ ১৩২ কেভি গ্রীড উপকেন্দ্রের বাসবার শাটডাউন থাকবে। শাটডাউনের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
গোপালগঞ্জসহ বাগেরহাটের মোল্লাহাট ও খুলনার তেড়খাদা এলাকার সর্বসাধারণের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ আন্তরিকভাকে দুঃখ প্রকাশ করে সকলের সহযোগীতা চেয়েছে।