শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০

অ্যামাজন কোম্পানির মালিক ভারতে ১০ লাখেরও অধিক চাকরি সৃষ্টির প্রতিশ্রুতি দিলেন

Home Page » আজকের সকল পত্রিকা » অ্যামাজন কোম্পানির মালিক ভারতে ১০ লাখেরও অধিক চাকরি সৃষ্টির প্রতিশ্রুতি দিলেন
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০



ফাইল ছবি

বঙ্গ-নিউজ-

ভারতে ১০ লাখ চাকরি সৃষ্টির প্রতিশ্রুতি দিলেন অ্যামাজন প্রধান জেফ বেজোস। এর আগে, জেফ বেজোস ঘোষণা দিয়েছিলেন, দেশের বিভিন্ন শহর ও গ্রামে ছোট ও মাইক্রো ব্যবসাকে ডিজিটালাইজ করতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন।

তিন দিনের ভারত সফরে আসা অ্যামাজন ইন এ একটি চিঠি পোস্ট করলেন জেফ বেজোস। সেখানে বেজোস লিখেছেন, ‘যত ঘুরছি তত আরও বেশি ভারতের প্রেমে পড়ে যাচ্ছি। ভারতীয় জনগণের অপরিসীম এনার্জি ও সৃজনশীলতা আমাকে অনুপ্রাণিত করেছে।’
চিঠিতে তিনি আরও লিখেছেন, ‘আমরা ভারতে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করব বলে ঠিক করেছি। ২০২৫ সালের মধ্যে ভারতে আমাদের বিনিয়োগ এক মিলিয়ন চাকরির সৃষ্টি করবে।’

বাংলাদেশ সময়: ২২:৪২:০৫   ১১৪৩ বার পঠিত   #  #  #  #