শুক্রবার, ১৯ জুলাই ২০১৩
উচ্চ মাধ্যমিক ও সমমানের ফল প্রকাশ হবে ৩ আগষ্ট
Home Page » জাতীয় » উচ্চ মাধ্যমিক ও সমমানের ফল প্রকাশ হবে ৩ আগষ্টতোহা,বঙ্গ-নিউজ ডটকমঃএক মাসের এইচএসসি ও সমমান পরীক্ষা দিতে এবার শিক্ষার্থীদের সময় লেগেছে প্রায় সোয়া দুই মাস। কিন্তু ফলাফল প্রকাশ হবে আগের নিয়মেই। অর্থাৎ পরীক্ষা শেষ হবার দু’মাসের মধ্যে। আগামী ৩ আগস্ট বা তার দু’একদিন আগে প্রকাশ করা হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। শিক্ষা মন্ত্রণালয়রের একজন জেষ্ঠ কর্মকর্তা ফল প্রকাশের এ সম্ভাব্য তারিখ জানিয়ে বলেন, সে লক্ষ্যেই সব প্রস্তুতি এগিয়ে চলছে। আগে পরীক্ষা শুরু হলেও শেষ হতে সময় লাগায় ফলাফল প্রকাশে দেরি হচ্ছে বলে জানান তিনি। তবে, গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও পরীক্ষা শেষ হবার ৬০ দিনের মধ্যেই ফল ঘোষণ করা হবে বলে নিশ্চিত করেন ওই কর্মকর্তা। প্রসঙ্গত, গত ১ এপ্রিল সকাল ১০টায় সারাদেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা ২৮ মে শেষ হবার কথা থাকলেও হরতালসহ রাজনৈতিক অস্থিরতায় তা গড়ায় জুনের প্রথম সপ্তহে। এবার এইচএসসি পরীক্ষায় দেশের ১১টি বোর্ডে ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ২০১২ সালের চেয়ে এ সংখ্যা ৮৫ হাজার ৭৬৭ জন বেশি। এবারের এইচএসসি পরীক্ষায় ছাত্রছাত্রীর সংখ্যা আট লাখ ২৩ হাজার ২৪১। আলিম পরীক্ষার্থী ৮৮ হাজার ৭৭৯ জন। এছাড়া, এইচএসসি (বিএম/ ভোক) পরীক্ষার্থী ৯৫ হাজার ৯৫৬ জন। আর ডিআইবিএস পরীক্ষায় চার হাজার ৬০৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
বাংলাদেশ সময়: ২:৫০:১২ ৪৬৫ বার পঠিত