শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০

অগ্রবাণী সাহিত্যিক কর্ণারের মিলনমেলা আজ কবিতা -ক্যাফেতে

Home Page » ফিচার » অগ্রবাণী সাহিত্যিক কর্ণারের মিলনমেলা আজ কবিতা -ক্যাফেতে
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ অগ্রবাণী সাহিত্যিক কর্ণারের আয়োজনে আজ ১৭ই জানুয়ারি ২০২০ইং  বিকাল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত অসাক অভিষেক, গুণী লেখক সম্মাননা ও আন্তর্জাতিক সাহিত্য মিলনমেলা   কাটাবন  কবিতা -ক্যাফেতে অনুষ্ঠিত হবে। বঙ্গ-নিউজ Live  চ্যানেল এই অনুষ্ঠান্টির মিডিয়া সঞ্চালক হিসেবে সম্প্রচার করবে ।

বাংলাদেশ সময়: ১১:০৬:০৯   ৭৫০ বার পঠিত   #