বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০

✍ অফটপিকস ✍ খন্ড কথা ; দিলু রোকিবা

Home Page » বিবিধ » ✍ অফটপিকস ✍ খন্ড কথা ; দিলু রোকিবা
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০



 অফটপিকস

মনের সাথে মন না মিললে কি চলে? সময় ঠিক বলে দেয় ,, শুধু অপেক্ষায় থাকা এই মন গুলো।

মানুষ কিছু সময় বিভ্রান্তির ঘোরে আড়ষ্ট হয়ে কান কথায় নিজস্বতা টুকু হারিয়ে ফেলে

বোকার রাজ্য বাস করে।
এটাও বোকামি ছাড়া কিছুই না।
এর জন্য জীবন বোধের উপলব্ধির একটা উপায় তা হলো দূরদর্শিতা। এই দূরদর্শীতার জন্য অনেক সুন্দর মধুর সম্পর্কে ফাটল ধরে।
যারা অপরিনামদর্শি তারা না বুঝেই নিজেও কষ্ট পায় কিনা জানি না
তবে নির্দোষীরা কষ্ট পায়।

মনের সাথে জগত মেলালে বন্ধুত্ব মেলে।
সবাই আলাদা স্বত্তা।আলাদা মানুষ।
এক সাথে থাকায় অভ্যস্ততা তৈরী হয় কিন্তু মন … যার যার তার তার।
তাই শাসন , ভালোবাসা একধরনের অভিভাবকত্ব, বন্ধন, আঁকড়ে রাখা নিজেস্ব ব্যক্তিত্ব, অনুশাসনের বেড়াজাল।কাউকে জোড় করে কিছু চাপিয়ে দেয়া মানেই মেনে নেয়া নয়।
মানছে কিনা তা সম্পূর্নই যার যার ব্যক্তি অভিমত। কি ছোট কি বড় , নিজেস্ব অভিরুচির উপর , গড়ে ওঠার উপর, অভ্যস্ততার উপর নির্ভর করে।
ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় একটু হলেও। তবু আগে ভালোবাসতে হয়, আগে সম্মান করতে হয়, আগে দিতে শিখতে হয়, তাতে দেখেও অন্তত: এক আরেক জনকে ভেবে বা উপলব্ধির প্রলেপে একটু ভেবে মিশতে পারে। জানার ইচ্ছাই তো চলে গ্যাছে মানুষের।
তবু যতটুকু আছে তাকেই আরো চর্চা দিয়ে
পরিবারের মেলবন্ধন বাড়াতে হবে। কথা বলার মধ্যেও ভদ্রতার প্রলেপে সর্বক্ষণ কথোপকথন চর্চা করতেই হবে।
কারন কথাই যা এতক্ষণ বলছি তার মূল অংশ।কথার আরামেই সব সম্ভব। তবেই মন মিলবে, তবেই ভালোবাসায় স্বস্তি মিলবে।
যে অতীত ক্লান্ত করেছে, ব্যর্থ করেছে ভালোবাসার তীক্ষনাটাকে তাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখোনা।
তাকে ফেরানো বিষয় নয়, তাকে বোঝানো কঠিন। নতুন করে ভালো বাসার দ্বারাই মনের কাছে ফেরে কজনা! ভালো।তীক্ততায় ঘৃনা জন্ম নেয়। সেখানে ভালোবাসা শুধুই মুক্তি খোঁজে।
মনের দরজায় আলো ঢুকতে দাও।দ্যাখো নিজের কাছে নিজের আলোটা দেখতে পাও কিনা!
হয়তো বোঝ ,হয়তোবা বুঝতে পারোনা।
কিন্তু জ্ঞানটাকে একটু কাজে লাগাও।
ভালো থাকার জন্য যেখানে নিত্য চলাচল, সেখানে ভালো থাকার পথটাকে খুঁজে সোজা পথে হাঁটো ।
দুটো দরজাই তোমার জন্য ।
কোনটা চাও?
অতএব সবাই জীবনের ধারাপাতের সমীকরনের সরল অংকের হিসাবে চলতি পথে চললে আর জটিলতা সৃষ্টি হবেনা,,

দিলু রোকিবা

বাংলাদেশ সময়: ২:০৬:৩১   ৮৩৬ বার পঠিত   #  #