মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
বইমেলায় আসছে তরুন লেখক জেনারুল ইসলামের নতুন বই ‘মন গহীনের গল্প’
Home Page » সাহিত্য » বইমেলায় আসছে তরুন লেখক জেনারুল ইসলামের নতুন বই ‘মন গহীনের গল্প’
বইমেলা বাঙালীর প্রাণের মেলা। লেখক পাঠকের মিলন মেলায় পরিণত হয় অমর একুশে গ্রন্থমেলা। বইমেলাকে সামনে রেখে প্রবীণ ও নবীন লেখকরা উচ্ছ্বাসে মেতে উঠেন।তরুণ লেখকরা নতুন বই প্রকাশের আনন্দে হয় পুলকিত।
জেনারুল ইসলাম তরুণ কবি ও গল্পকার।
বিগত বইমেলায় তাঁর ১ম কাব্যগ্রন্থ “একমুুঠো রোদ্দুর” প্রকাশিত হয়। যা বেশ আলোড়ন সৃষ্টি করে পাঠকদের মধ্যে। বেশ সাড়া সাজানিয়া আলোচনা জন্ম দেয় সাহিত্যাঙ্গনে।
প্রথম গ্রন্থের সফলতার পর এবার আসছে তার দ্বিতীয় গ্রন্থ গল্পের সমাহার “মন গহীনের গল্প”
সিলেটের প্রাকৃত প্রকাশ থেকে প্রকাশিত গ্রন্থটির প্রচ্ছদ করেছেন প্রচ্ছদশিল্পী আহমেদ ইউসুফ।
শেঁকড়,সামাজিক বাস্তবতা,জীবনকেন্দ্রীক গল্প দিয়ে সাঁজিয়েছেন তাঁর গল্পগ্রন্থটি।
বাংলাদেশ সময়: ৮:৪৩:১৮ ১০০২ বার পঠিত #জেনারুল ইসলাম #নকুন বই