মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০

সমুদ্রতীরে হটডিভা দাবাং গার্ল

Home Page » জাতীয় » সমুদ্রতীরে হটডিভা দাবাং গার্ল
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০



দাবাং গার্ল

বঙ্গ-নিউজঃ   ভারতের সমস্ত টেলিভিশন দর্শকেরা দর্শকরা তাঁকে চেনেন ইনস্পেক্টর চৌতালা নামে। ছোটপর্দার দাবাং গার্ল ছিলেন তিনিই। কিন্তু নেটিজেনরা তাঁকে আবার চেনে হটডিভা অবতারে। তাঁর সোশাল অ্যাকাউন্ট জুড়ে রয়েছে বোল্ড ফটোশুট। দীর্ঘ কয়েকবছর হলো বিয়ে করেছেন অভিনেত্রী কবিতা কৌশিক। কিন্তু এখনও তাঁর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। তাই তাঁর প্রত্যেকটি পোস্টে পড়ে ভক্তদের অসংখ্য লাইক এবং কমেন্ট।

সম্প্রতি তিনি আপলোড করেছেন তাঁর লেটেস্ট ফটোশুট। যেখানে দেখা যাচ্ছে সমুদ্রপারে খোলা চুলে যোগায় মত্ত কবিতা। পরনে রয়েছে সাদা কালো টু পিস। লাস্যময়ীর এই অবতার দেখে স্বাভাবিকভাবেই ঘুম ছুটেছে ভক্তদের। আসলে সম্প্রতি তিনি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানেই তিনি এরকম হট ফটোশুট করেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ছবি এবং টেলিভিশন করলেও তাঁর জনপ্রিয়তা আসে কমেডি টিভি সিরি ‘এফআইআর’ থেকে। যেখানে তাঁকে ইনস্পেক্টর ‘চন্দ্রমুখী চৌতালা’ চরিত্রে দেখা গিয়েছিল। এছাড়া তাঁকে ‘নাচ বালিয়ে’ এবং ‘ঝলক দিখ লা জা’ রিয়েলিটি শো-তে প্রতিযোগী হিসেবে দেখা গেছে। অন্যদিকে, হিন্দি ছবির পাশাপাশি একাধিক পাঞ্জাবি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১:৫৬:০৯   ৮৩০ বার পঠিত   #  #  #