রবিবার, ১২ জানুয়ারী ২০২০
রাজবাড়ীতে গ্রিনলাইন বাসের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৫
Home Page » আজকের সকল পত্রিকা » রাজবাড়ীতে গ্রিনলাইন বাসের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৫বঙ্গ-নিউজ-
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় আজ রোববার গোয়ালন্দ সীমান্তে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। হতাহত ব্যক্তিরা সবাই মাহিন্দ্রার যাত্রী।
গোয়ালন্দ মোড় আহ্লাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী। নিহত ব্যক্তিদের একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম মোস্তাফা (৪৫)। গোয়ালন্দের মকবুলের মোড় এলাকায় তাঁর বাড়ি। আহত ব্যক্তিদের গোয়ালন্দ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ঘাট থেকে রাজবাড়ীগামী একটি মাহেন্দ্রর সঙ্গে খুলনা থেকে ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
বাংলাদেশ সময়: ১৮:৩৪:৩৩ ৫৬৩ বার পঠিত #এক্সিডেন্ট #গ্রিনলাইন এক্সিডেন্ট #দুর্ঘটনা #বাস দুর্ঘটনা #রাজবাড়ী