শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০

শাবিপ্রবি’র তৃতীয় সমাবর্তনে গ্রেজুয়েট হলেন হাওরকবি জীবন কৃষ্ণ সরকার

Home Page » বিবিধ » শাবিপ্রবি’র তৃতীয় সমাবর্তনে গ্রেজুয়েট হলেন হাওরকবি জীবন কৃষ্ণ সরকার
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০



 

 

 

---

 

স্টাফ রিপোর্টারঃ সদ্য সমাপ্ত  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত তৃতীয় সমাবর্তনে গ্রেজুয়েট হয়েছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কৃতি সন্তান,বিশিষ্ট হাওরবাদী লেখক, কলামিস্ট হাওরকবি জীবন কৃষ্ণ সরকার।তিনি এই বিশ্ববিদ্যালয়ের ২০০৫- ০৬ সেশনের গণিতের  শিক্ষার্থী হিসেবে গ্রেজুয়েশন নিয়েছেন।

---

 

জানতে চাইলে তিনি জানান,বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের মাধ্যমে গ্রেজুয়েট হওয়ার স্বপ্ন সকল শিক্ষার্থীরই থাকে।এই স্বপ্নকে লালন করেই নানা ঘাত প্রতিঘাত পার করে লেখা পড়া সমাপ্ত করেন শিক্ষার্থীরা।আর বহুদিন পর এই স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় নিজেকে খুব গর্ব বোধ করছি এই ভেবে যে আমি একজন স্বাধীন দেশের গ্রেজুয়েট।চাকরি যাই করিনা কেনো তবে আমার এই অর্জিত জ্ঞানটুকু যদি সমাজের উন্নয়নে কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই বেশ না হলেও ক্ষিয়দ পরিমান হলেও সমাজ উপকৃত হবে।

 

 

এসময় তিনি তাঁর অর্জিত জ্ঞান মানবকল্যানে ব্যবহারের নিমিত্তে সারা জনম কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন সময়ের অন্যতম সৃষ্টিশীল এই লেখক।এজন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি।

---

বাংলাদেশ সময়: ১৮:৪০:৫৬   ৭১৮ বার পঠিত