বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
‘এই হেমন্ত ছুঁয়ে দিক বসন্ত ‘- টিপু রহমান
Home Page » সাহিত্য » ‘এই হেমন্ত ছুঁয়ে দিক বসন্ত ‘- টিপু রহমান
এই নরম হেমন্ত রোদ বিকেল
জানালার পাশে শুয়ে আকাশ দেখা
বিচ্ছিন্ন ছেঁড়া ছেঁড়া মেঘ
গাছ আর অট্টালিকার ফাঁক গলে সূর্যরেখা
চারপাশে অবিরাম নাগরিক ব্যস্ততা
অথচ হিমালয় যেমন শুয়ে থাকে নির্বিকার
আগ্রাসনে বৈশ্বিক উষ্ণতায় গলে যায় বরফ তার
ঠিক তেমনি গলে যাচ্ছি আমি নুয়ে পড়ে
সহসার বিপুল বিধ্বংসী ধ্বংসযজ্ঞে…
দিন কাটে,রাত কাটে,মাস কাটে
শরৎ পেরিয়ে হেমন্ত এসে দাঁড়ায় সম্মুখে
তবুও নিষ্কন্টক মুক্তি না মিলে
সুসময়ের অপেক্ষাটা যাচ্ছে কেবলই বেড়ে…
ঘুরে দাঁড়ানোর কঠিন লক্ষ্য বুকে নিয়ে
চলছে জীবনের পুনঃনির্মাণ দৃঢ় প্রত্যয়ে
এই হেমন্তই শীত পেরিয়ে ছুঁয়ে দিক বসন্ত
ফুলে-ফলে-ফসলে জীবন হোক অনন্ত মৌতাত…
বাংলাদেশ সময়: ১৫:১০:২৭ ৭৭১ বার পঠিত #poem #কবিতা #বাংলা কবিতা