বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০

তাহেরা খাতুন এর কবিতা ‘মিথ্যে ‘

Home Page » সাহিত্য » তাহেরা খাতুন এর কবিতা ‘মিথ্যে ‘
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০



মিথ্যে

দুদিনের দুনিয়ার করি বাহাদুরি
করি কেবল মিথ্যের জারিজুরি।

পরের ধনে করি পোদ্দারি নষ্ট করি ঈমান
মিথ্যের করি খোশামুদি সত্যকে করি অপমান।

সামনে দিয়ে মশা গেলে ধরি তখন ঝাপটে
পিছনে হাতি যায় দেখিনা মোটেও চোখে।

দেবার সময় না করি নেবার সময় আগে বাড়ি
কাজের আগে পায়ে ধরি কাজ ফুরালে দৌড় মারি।

মিথ্যা আমি কভু বলিনা সত্য কথার ধারেও যাইনা
টাকার জোড়ে করি বাহানা তাতেই বড় সেয়ানা।

তাহেরা খাতুন

বাংলাদেশ সময়: ০:৩৬:৩৮   ৫৭২ বার পঠিত   #  #  #  #