সোমবার, ৬ জানুয়ারী ২০২০

ঝিনাইদহ বৈডাঙ্গায় পাখি ভ্যান কেড়ে নিল চালক শাহিনের প্রান

Home Page » সারাদেশ » ঝিনাইদহ বৈডাঙ্গায় পাখি ভ্যান কেড়ে নিল চালক শাহিনের প্রান
সোমবার, ৬ জানুয়ারী ২০২০



ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি সেলিম রেজাঃ ঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ -চুয়াডাঙ্গা মহাসড়কের বৈডাঙ্গা নামক স্থানে আলমসাধু-পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাখি ভ্যানের চালক শাহিন মিয়ার ( ১৮ )করুন মৃত্যু হয়েছে । সদর উপজেলার সাগান্না ইউনিয়নের উত্তরনারায়নপুর গ্রামের জামাল মিয়ার ছেলে ।

জানা যায়, সোমবার সকাল ৬ টার দিকে প্রতিদিন ন্যায় আজও পাখি ভ্যান নিয়ে ভাড়া মারতে গেলে বৈডাঙ্গা বাজারে পৌছালে ভ্যান রাস্তা থেকে ঘুরাতে বিপরীত দিক থেকে আসা আলমসাধু ধাক্কা মারলে রাস্তার পাশে চিটকে পরে যায় শাহিন মিয়া (১৮) ঘটনাস্থলে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর রেফার্ড করে,শাহিন কে নিয়ে ফরিদপুর উদ্দেশে রওনা হলে পথেমধ্যে মারা যায় শাহিন মিয়া(১৮)

পরিবারের একমাত্র উপার্জন কারি শাহিনের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
এ বিষয়ে ডাকবাংলা কেম্প ইন্চার্জ মোঃ মোকলেচুর রহমান জানান ঘটনাস্থলে আমরা গিয়েছিলাম এবং আলমসাধু ও পাখি ভ্যান আমাদের কেম্প হেফাজতে আছে

বাংলাদেশ সময়: ২১:৩৭:৫৩   ৫৩৫ বার পঠিত   #  #  #  #