সোমবার, ৬ জানুয়ারী ২০২০
ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Home Page » ফিচার » ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারসাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় রোকসানা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে রোকসানা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গারদিয়া গ্রাম থেকে বাড়ীর পার্শ্ববর্তী মেহগনি বাগানে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহটি উদ্ধার করে।
সে ঐ গ্রামের মৃত আব্দুস সামাদ মিয়ার মেয়ে ও সদরপুরের ফারুক খালাসীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়সুত্রে জানাযায়, দীর্ঘদিন যাবৎ সে মানসিক সমস্যা ভুগছিল। দু’দিন আগে পরিবার নিয়ে বাবার বাড়ীতে বেড়াতে আসে। রাতের খাবারের পর সে ঘরের বাহিরে গেলে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করে। সকালে বাগানে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
এ বিষয়ে থানার ওসি শফিকুর রহমান জানায়, লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ নির্ণয় করা যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:২৪:২৪ ৬৮৫ বার পঠিত #ঝুলন্ত মরদেহ উদ্ধার #ফরিদপুর #ভাঙ্গা