সোমবার, ৬ জানুয়ারী ২০২০
ভাঙ্গায় ৩ জন বিকাশ প্রতারক চক্রের সদস্য আটক ১৫টি মোবাইল জব্দ
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ৩ জন বিকাশ প্রতারক চক্রের সদস্য আটক ১৫টি মোবাইল জব্দ
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় মুঠোফোনে বিকাশের মাধ্যমে প্রতারণাকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে থানা পুলিশ। রোববার রাত সাড়ে ১০ টায় উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রাম থেকে আজিজুল কারিকরের ছেলে সোহেল কারিকর (২৬), মৃত মিরাজ মৃধার ছেলে আলমগীর মৃধা (২৫) ও ইলিয়াস চোকদারের ছেলে ফয়সাল চোকদারকে (২০) আটক করা হয়।
পুলিশসুত্রে জানাযায়, থানা পুলিশের একটি দল পুলিয়া বাজারে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। দীর্ঘদিন যাবৎ মুঠোফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে কৌশলে বিকাশের এক্যাউন্ট ও মোবাইল ব্যাংকিং গ্রাহকদের নিকট থেকে গোপন পিন/ কোড নম্বর সংগ্রহ করে নিজেদের এক্যাউন্টে অর্থ স্থানান্তরের মাধ্যমে প্রতারণা করে আসছিল সোহেল কারিকর ও তার সহযোগীরা। এমন সংবাদের ভিত্তিতে সোহেল কারিকরের বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পারলে প্রতারকেরা পালানোর চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন কোম্পানির ১৫টি মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ সহ তাদেরকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে থানার ওসি কাজী শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রতারকদের আটক করে থানায় নিয়ে আসে। ডিজিটাল নিরাপত্তা আইনে এ বিষয়ে মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:২৩:৫৯ ২০৯৯ বার পঠিত #ফরিদপুরঃ #বিকাশ প্রতারক #ভাঙ্গা #১৫টি মোবাইল জব্দ