সোমবার, ৬ জানুয়ারী ২০২০
ফরিদপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
Home Page » প্রথমপাতা » ফরিদপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬বঙ্গ-নিউজঃ ফরিদপুরের মল্লিকপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারী ও শিশুসহ ছয় জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার সকাল সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাপুর আহমদ জানান, সুনামগঞ্জ থেকে যশোরগামী মামুন পরিবহনের একটি বাস ও ফরিদপুরের বোয়ালমারী থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসে থাকা ছয় জন ঘটনাস্থলে নিহত হন। নিহতদের মধ্যে তিন জন পুরুষ, দুই শিশু ও এক নারী রয়েছেন। তবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
নিহতদের উদ্ধারে কাজ করছে বলে জানান করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফুর রহমান।
বাংলাদেশ সময়: ১০:০৪:৫৬ ৭০৫ বার পঠিত #নিহত #ফরিদপুর #মাইক্রোবাস #যাত্রীবাহী বাস