রবিবার, ৫ জানুয়ারী ২০২০
ভাঙ্গায় পিকআপ ভ্যানের ধাক্কায় মটর সাইকেল চালক ও আরোহী নিহত
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় পিকআপ ভ্যানের ধাক্কায় মটর সাইকেল চালক ও আরোহী নিহত
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
রোববার বিকেলে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার কৈডুবি সদরদী নামক স্থানে পিকআপ ভ্যানের ধাক্কায় মোঃ সৌরভ (২১) নামে এক মোটর সাইকেলের আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় চালক রাকিবকে (২০) হাসপাতালে নেওয়ার পরে সন্ধ্যায় মারাগেছে। নিহত সৌরভ উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জামাল মোল্লার ছেলে। রাকিব পৌরসভার কাপুড়িয়া সদরদীর মোঃ ইউসুফ মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভাঙ্গা থেকে টেকেরহাটগামী একটি মোটর সাইকেল দ্রুত গতিতে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে মোটর সাইকেলটি পৌছলে অপর দিক থেকে আসা সাদা রঙ্গের একটি পিকআপ ভ্যানের সাথে মোটর সাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আরোহী নিহত হয় ও চালক সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায় এবং আহতকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
ভাঙ্গা হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, সৌরভের লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছিল। সন্ধ্যায় সেও মারাযায়। পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৫৫:৩১ ৩৪০৯ বার পঠিত #ফরিদপুর #ভাঙ্গা #মটর সাইকেল আরোহী নিহত