শনিবার, ৪ জানুয়ারী ২০২০

বংশীকুন্ডায় হাওরকবি’র জন্মদিন ও হাসুস’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Home Page » Wishing » বংশীকুন্ডায় হাওরকবি’র জন্মদিন ও হাসুস’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শনিবার, ৪ জানুয়ারী ২০২০



 

 

 

 

---

স্টাফ রিপোর্টারঃ

হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস)  বাংলাদেশ’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের জন্মদিন উপলক্ষে  আলোচনা সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগা, বংশীকুন্ডায়। আলোচনা সভা ও সাহিত্য আড্ডায়,  হাসুস’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিয়াদ মাহফুজ মাছুম’র সভাপতিত্বে, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন’র উপস্থাপনায় আড্ডা পরিচালিত হয়। প্রথমে পবিত্র  কোরআন শরিফ থেকে তেলাওয়াত করেন এম সি কলেজ সিলেট অনার্স প্রথম বর্ষের ছাত্র  মোঃ মমিন মিয়া ও গীতা থেকে পাঠ করেন রাজীব সরকার।

 

আড্ডায়,

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গড়াকাটা আবদুল খালেক মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল হিমেল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন।

              ও

 

বংশীকুন্ডা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আবুল খায়ের।

 

আরো উপস্থিত ছিলেন  নেত্রকোনা সরকারি কলেজের ছাত্র রাবিকুল ইসলাম সহ অন্যদের মধ্যে  মাজহারুল ইসলাম, মনির হোসেন,  তোফায়েল আহমেদ,   সোবান মিয়া,  নাঈম আহমেদ, কবির মিয়া, সুমন মিয়া, সুজল মিয়া,  শামীম আহমেদ  প্রমুখ।

 

হাসুস’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও হাওরকবির জন্মদিন উপলক্ষে, কেক কাটা, গান কবিতা আবৃত্তির মাধ্যমে এক জমকালো সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।  শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে আড্ডা সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২০:০৭:১৯   ১১১৪ বার পঠিত