বুধবার, ১ জানুয়ারী ২০২০

মধ্যনগরে যুবলীগের উদ্যোগে মোমবাতি প্রজজ্বলন করে মুজিব বর্ষ পালন

Home Page » সারাদেশ » মধ্যনগরে যুবলীগের উদ্যোগে মোমবাতি প্রজজ্বলন করে মুজিব বর্ষ পালন
বুধবার, ১ জানুয়ারী ২০২০



--- বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা যুবলীগের উদ্যোগে মধ্যনগর বাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গনে মুজিব বর্ষ উপলক্ষে ১০০টি মোমবাতি প্রজজ্বলন করে আজ(১ জানুয়ারী) সন্ধ্যায় মুজিব বর্ষকে স্বাগত জানানো হয়।
এই সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে গভীর শ্রদ্ধার সাথে স্মরন করেন মধ্যনগর থানা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের তৃনমূল নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন থানা আ.লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন তালুুকদার, আ.লীগ নেতা রুহুল আমিন খান, থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, কৃষকলীগের সভাপতি নেহার উদ্দিন, আ.লীগ নেতা শেখ মোহাম্মদ আলী হোসেন, থানা যুবলীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম খাঁন রনি, থানা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম খাঁন, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মিঠু প্রমুখ।
উল্লেখ্য, ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ সময়টুকু উদ্‌যাপিত হবে মুজিব বর্ষ হিসেবে। সরকারি-বেসরকারি পর্যায়ে মুজিব বর্ষ উদ্‌যাপনের নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, বেশ একটা কর্মযজ্ঞ চলছে। যদি বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে তা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, তা হবে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ও স্মরণ করার শ্রেষ্ঠ উপায়। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এই স্বাধীন দেশে মানুষ যখন পেট ভরে খেতে পাবে, পাবে মর্যাদাপূর্ণ জীবন; তখনই শুধু এই লাখো শহীদের আত্মা তৃপ্তি পাবে।’ এই কথাটা কিন্তু গভীরভাবে ভাবার মতো। আজ যখন পরিসংখ্যান ব্যুরোর জরিপ থেকে দেখি, কুড়িগ্রামের ৩০ ভাগ মানুষ তিন বেলা পেট পুরে খেতে পায় না, তখন খুবই বিষণ্ন বোধ করি। আর আছে মর্যাদাপূর্ণ জীবনের কথা। প্রতিটি নাগরিকের মর্যাদা নিশ্চিত করা খুব জরুরি। এই কথাটার মানে কি আমরা বুঝি! রবীন্দ্রনাথেরই কথা যে, ‘হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান!’ মানুষকে যেন আমরা অপমান না করি।

বাংলাদেশ সময়: ২২:১৫:৫৯   ৭৭৪ বার পঠিত