বুধবার, ১ জানুয়ারী ২০২০
সেভ দ্যা টুমরো জাককানইবি এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
Home Page » শিশু-কিশোর » সেভ দ্যা টুমরো জাককানইবি এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণজাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়(জাককানইবি) এ সেভ দ্য টুমরো বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাতটার দিকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক অলি উল্লাহ্, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মেহেদী উল্লাহ্, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক মো: রাকিবুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন রংধনুর প্রতিষ্ঠাতা সভাপতি মো: জুবায়েদ হোসেন,সংগঠটির বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি অশিকুর ররহমান সৈকত সহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
এসময় মূলত বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন দোকানের বাচ্চাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রসঙ্গত, ‘চলো বন্ধু বদলে যাই, মানবতার বিশ্ব চাই’ স্লোগান ধারণ করে যাত্রা শুরু করা সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় , বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৫০:০২ ৭১৮ বার পঠিত # #জাককানইবি #শীতবস্ত্র বিতরণ