বুধবার, ১ জানুয়ারী ২০২০
লগ্ন শেষের কবিতা-রুমকি আনোয়ার
Home Page » সাহিত্য » লগ্ন শেষের কবিতা-রুমকি আনোয়ার
মুমূর্ষু লগ্নে এক কবির আপন স্বগোক্তি
প্রেক্ষাপট ঊনবিংশকাল হাসপাতালের কেবিন থেকে ,
“আজ যাইবার সময় হইল ,পক্ষাগ্রস্ত শরীর বিশাল প্রস্তর খন্ড বোধ হইতেছে
সময় নিষ্ঠুর নহে সে তাহার আপন কর্তব্যে সচেতন থাকিয়াছে বার বার ।
সময়কে কাজে লাগাইয়া কেহ বা মহীরুহ হইয়াছে , অপব্যবহার করিয়া
কেহ বা বেঘোরে প্রান হারাইয়াছে । মানুষ দুর্বল বলিয়া দুর্বলতার কম বেশী -
সবাই সুযোগ লইয়াছে ,আমিও তাহার ব্যতিক্রম নহে ,
ইহা লইয়া আদৌ বিচলিত নহি ।
ঈশ্বর ,ভগবান ,আল্লাহ ,খোদা বাঁচিয়া থাকিতে তাহা হইতে দূরে থাকিয়াছি
আজ অন্তিম লগ্নে মর্মে মর্মে উপলব্ধি করিতেছি আমার নরকবাস নিশ্চিত হইয়াছে ,
নিঃসঙ্কোচে পরার্থে বিলাইয়া দিয়াছি কখনও প্রতিদানের আশা করি নাই ।
তাহা লইয়া বিন্ধুমাত্র আক্ষেপের অবকাশ রাখি নাই ,
ধর্ম বল ,শিক্ষা বল , জাতি বল ,সাহিত্য বল সকলকে একসাথে না জুড়াইতে পারিলে
কিঞ্চিৎ সফলতাও আসিবে না ঠুনকো কাচ ঘর ছাড়া ইহা কিছুই নয় ,
শরীরের অঙ্গ ,পতঙ্গে কষ্ট বহিতেছে পরাধীনজাতীর হতভাগা সন্তান আমি ।
স্বরাজ ,স্বদেশী আন্দোলন উভয় ই মার খাইল ,স্বার্থান্বেষী আর ধর্ম বিভেদের কারনে
মনে প্রানে বন্দে মাতরম গানটির আমি বিরোধিতা করিয়াছি , দূর্গা সকলের কাছে পূজনীয় নহে ,
বৃটিশদের কাছে হাফ নেকেড ফকের হইয়াও গান্ধীজির অহিংস আন্দোলন -
মাথা ব্যাথার কারন হইয়াছে , দিব্যচোখে বৃটিশ শাসনের অবসান দেখিতে পাইতেছি
চারুমুজুমদারের আত্মহত্যা কষ্ট দিয়াছে কিন্তু ইহা ছাড়া তাহার গত্যন্তর ছিল না ।
কারাগারে আবদ্ধ হইয়া আর খাঁটি আহার্য গ্রহন করিয়া শরীর যথেষ্ট পুষ্ট হইয়াছে
প্রায় শতাব্দীকাল অবস্থান করিলাম ।
যাইবার প্রাক্কালে একটা প্রশ্নই বার বার দ্বিধান্বিত করিয়াছে ,
কলম শক্তিশালী হাতিয়ার হইলেও তাহা নিজের কাছেই আবদ্ধ , আমদের অপরিমিত জ্ঞান তাহা অনেকেই বুঝিতে অক্ষম বোধদয় আসিতেও দেরী আছে
খুব বাসনা ছিল পর্বের শতাব্দী দেখিয়া যাইব কতই বা দূরে ।
সেই এক রাত্রে ঘন ঘন তোপধ্বনির মাঝে এই শতাব্দীর অবসান হইয়া ,
বিংশ শতাব্দী আসিবে মনশ্চক্ষে যেন দেখিতে পাই ,
তাহা কত আনন্দময় , আলোকোজ্জ্বল - হে অনাগত যুগ তোমার জয় হউক
মরিতে ভয় নাই কিন্তু মরিতে ইচ্ছা করে না ,
যে যাই বলুক মরিতে ইচ্ছা করে না ,আমায় বাঁচিয়ে দাও ,বাঁচিয়ে দাও বড় সাধ ।
বাংলাদেশ সময়: ২:২৫:৩৩ ৮২৮ বার পঠিত #আধুনিক কবিতা #কবিতা #বাংলা কবিতা