মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ্’কে গণ সংবর্ধণা

Home Page » প্রথমপাতা » আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ্’কে গণ সংবর্ধণা
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯



কাজী জাফর উল্লাহ্’কে গণ সংবর্ধণা

ব্যুরো চিফ, ফরিদপুরঃ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ’কে গণ সংবর্ধণা দেয়া হয়েছে। ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় তাকে সংবর্ধণা দেওয়া হয়।

সর্বস্তরের জন সাধারণ
মঙ্গলবার দুপুরে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও বিকালে সদরপুর স্টেডিয়ামে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ৫ম বারের মত পূনরায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় কাজী জাফর উল্লাহ্’কে ফুলেল শুভেচ্ছায় শিক্ত করা হয়। এসময় তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান কাফি ও এম হক বাবু, সৈয়দ তালাশ বুখারী, কাজী জাফর উল্লাহ্’র সহকারী একান্ত সচিব ও ভাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মামুনার রশিদ মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরিফ ও হাজী সোবাহান মুন্সি, চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজাদ খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার, সদরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকির এ সাত্তার, সাংগঠনিক সম্পাদক আবু আলম রেজা ও আনিসুর রহমান খান, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট সায়েদিদ গামাল লিপু, ভাঙ্গা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান মুন্সি, সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাত ও মিলন খালাসী, পৌর যুবলীগের সভাপতি মশিউর রহমান জাকারিয়া, ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি নাদিমুল ইসলাম সনেট, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খান, পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান মুন্সি, সাধারণ সম্পাদক রাজিবুল হাসান, ভাঙ্গা উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মিঠুন চক্রবর্তী সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, পৌর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহাত হাসান মিয়া, উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি গণ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের জন সাধারণ। এর আগে সকালে কয়েকশত নেতা-কর্মীরা গাড়ী বহর নিয়ে কাউরাকান্দি ঘাটে তাকে স্বাগত জানায়। গাড়ি বহরটি ভাঙ্গা হয়ে সদরপুর ও চরভদ্রাসনের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় নেতা-কর্মীরা জয় বাংলাসহ বিভিন্ন শ্লোগানে অত্র এলাকা মুখরিত করে রাখে।

বাংলাদেশ সময়: ২০:২২:৪৫   ১০৪৯ বার পঠিত   #  #  #  #  #