মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯

বঙ্গবন্ধু বিপিএল মাতাতে আসছেন হাশিম আমলা

Home Page » ক্রিকেট » বঙ্গবন্ধু বিপিএল মাতাতে আসছেন হাশিম আমলা
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯



ফাইল ছবি
দেলোয়ার হোসেন,স্পোর্টস ডেস্কঃ সুখবর খুলনা টাইগার্সের ভক্তদের জন্য। এবার টাইগার্সদের হয়ে বিপিএল মাতাতে আসছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের ভদ্রলোক খ্যাত ব্যাটসম্যান হাশিম আমলা।

এমনিতেই টুর্নামেন্টের ২য় শক্তিশালী দল খুলনা টাইগার্স ! এবার আরো শক্তিশালী হচ্ছে দলটি। বিশ্ববিখ্যাত ওপেনার অভিজ্ঞ হাশিম আমলাকে দলে ভিড়াচ্ছে সুন্দরবন এলাকার ফ্রাঞ্চাইজিটি ! নিজদের অফিসিয়াল পেজে খবরটি নিশ্চিত করেছে খুলনা টাইগার্স।

টি২০ ক্রিকেটে ২৭ ফিফটি ও ২ সেঞ্চুরি মালিক হাশিম আমলার গড় প্রায় ৩১ (৩০.৮২), স্ট্রাইক রেট ১২৬.১৪ !

ফ্রাঞ্চাইজি লীগেও যথেষ্ট সফল আমলা। বিশ্বের সেরা টি২০ ফ্রেঞ্চাইজি লীগ আইপিএলে ১৬ ইনিংসে ৪৪.৩৮ গড়ে ও ১৪১.৭৬ স্ট্রাইক রেটে ৫৭৭ রান করেছে, ৩ ফিফটির সাথে ২টি সেঞ্চুরিও রয়েছে আমলার।

বাংলাদেশ সময়: ৯:৩০:৫৪   ৬০১ বার পঠিত   #  #  #  #  #