রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
হরিনাকুন্ডু রিশখালী হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন করেন ডাক ও টেলি যোগাযোগ সচিব নুর-উর রহমান
Home Page » সারাদেশ » হরিনাকুন্ডু রিশখালী হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন করেন ডাক ও টেলি যোগাযোগ সচিব নুর-উর রহমানঝিনাইদহ প্রতিনিধি সেলিম রেজাঃ ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার রিশখালী প্রত্যয় সমাজ কল্যান পরিষদের এর উদ্দ্যেগে রিশখালী জান্নাতুল ফৌরদ্দৌছ হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করেন ডাক ও টেলি যোগাযোগ সচিব নুর-উর রহমান। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃবদরুদ্দোজা শুভ, শহীদ সোহরাওয়ারর্দী মেডিকেল কলেজের অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, প্রত্যয় সমাজ কল্যান পরিষদের সভাপতি ডাঃ এ কে এম আজাদ,রিশখালীর মাদ্রাসার সুপার মোঃ সাদিকুর রহমান (সাদিক),রিশখালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস , সাবেক চেয়ারম্যান মোঃ ছাবদার রহমান, সমাজ সেবক সন্টু মিয়া,জামাল মোল্লা সহ রিশখালী কেষ্টপুর হিংঙ্গারপাড়ার গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি ডাক ও টেলি যোগাযোগ সচিব নুর-উর রহমান বলেন আমি এই এলাকার সন্তান , হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করে নিজেকে খুব ভালো লাগছে , আশা করবো প্রত্যয় সমাজ কল্যান পরিষদের উদ্দ্যেগে সমাজে আরো ভালো কাজ হবে।
বাংলাদেশ সময়: ১১:৫৩:৫৭ ১৫১৪ বার পঠিত # #ডাক ও টেলি যোগাযোগ #হরিনাকুন্ডু #হাফিজিয়া মাদ্রাসার