শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯

সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় পাঁচে মোস্তাফিজুর

Home Page » ক্রিকেট » সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় পাঁচে মোস্তাফিজুর
শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯



ফাইল ছবি

দেলোয়ার হোসেন , স্পোর্টস ডেস্ক: শেষ হয়ে যাচ্ছে ২০১৯। আসছে নতুন বছর। নতুন বছরে নতুন করে মাঠে নামবেন টাইগার ক্রিকেটাররা। তবে তার আগে ভালো সংবাদই পেয়েছে বাংলাদেশ দল। এ বছরের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় স্থান হয়েছে মোস্তাফিজুর রহমানের।

সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ওয়ানডে বিশ্বকাপে ২০ উইকেট নেওয়া দেশসেরা পেসার। তার অবস্থান চারে। পেছনে ফেলেছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জসপ্রীত বুমরাহদের মতো বোলারদের।

২০১৯ সালে ১৬ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন এই পেসার। ২৮.১৪ গড়ে এই উইকেট নেন মোস্তাফিজ। তবে তার ইকোনমি রেট ছিল ব্যয়বহুল। ৬.৭৭ ছিল ইকোনমি। যা কিনা ২০ উইকেট পেয়েছে এমন বোলারদের মধ্যে সর্বোচ্চ।

এ বছর সর্বোচ্চ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। ভারতীয় পেসার ২১ ম্যাচে নিয়েছেন ৪২ উইকেট। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ড ২০ ম্যাচে নিয়েছেন ৩৮ উইকেট। লকি ফার্গুসন ১৭ ম্যাচে ৩৫ উইকেট নিয়েছেন।

ভারতের ভুবনেশ্বর কুমার ১৯ ম্যাচে নিয়েছেন ৩৩ উইকেট। কুলদীপ যাদব ২৩ ম্যাচে ৩৩ উইকেট। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ১৬ ম্যাচে ৩১ উইকেট আর ওয়েস্ট ইন্ডিজের শেলডন কোট্রেল ২৩ ম্যাচে ৩১ উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩:১৪:১২   ৬২৯ বার পঠিত   #  #  #  #