বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
ভাঙ্গায় আমন ধান সংগ্রহ শুরু, শৈত্যপ্রবাহের ফলে বিড়ম্বনা
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় আমন ধান সংগ্রহ শুরু, শৈত্যপ্রবাহের ফলে বিড়ম্বনাব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় শৈত্যপ্রবাহের ফলে কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহ করায় বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। আবহাওয়া পরিবর্তণ হলে আশানুরুপ লক্ষ মাত্রা পূরণ হবে। আমন ধান সংগ্রহের কার্যক্রম চলবে ১লা ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।
জানাযায়, কুয়াশা ও রোদের অভাবের ফলে শতকরা ১৪ ভাগ ধান শুকাতে না পারায় ধান বিক্রি করতে বিড়ম্বনার সম্মুখিন হতে হয়েছে কৃষকদের। তবে আবহাওয়ার পরিবর্তণ হলে এ থেকে পরিত্রাণ পাওয়া যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন একাধিক কৃষকেরা।
বুধবার সকালে ধান সংগ্রহের ধারাবাহিকতা দেখভালের জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তাজুল ইসলাম আকস্মিক পরিদর্শণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আবু ফয়েজ মোঃ রেজা, কাউন্সিলর শেখ সৈয়দ আলী, টুটুল ফকির, বজলু মাতুব্বর, ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরিফ, হাজী সোবাহান মুন্সি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাদিমুল ইসলাম সনেট, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব মোল্লা, কৃষকলীগের নেতাকর্মীবৃন্দ সহ কৃষকেরা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুজ্জামান বলেন, এ বছর উপজেলা ব্যাপী ৬৪৭ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ রয়েছে। ইতোমধ্যে ২৬ টাকা কেজি দরে চার টন আটশ কেজি ক্রয় করা হয়েছে। কৃষকদের সচেতনতার জন্য ১৫ দিন পূর্বে বিভিন্ন ইউনিয়নে মাইকিং সহ লিফলেট বিতরণ করা হয়। শৈত্যপ্রবাহের ফলে ধান সংগ্রহ কিছুটা মন্থর ছিল। তবে আবহাওয়া পরিবর্তণ হলে আর কোন সমস্যার মধ্যে পড়তে হবে না। গত ১৭ ডিসেম্বর বিভিন্ন ইউনিয়নের কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:১৯:১৪ ৯৬৯ বার পঠিত #আমন ধান সংগ্রহ #ফরিদপুর #ভাঙ্গা