বুধবার, ১৭ জুলাই ২০১৩

” যাত্রী টানছে দালালরা, আরও ৬ মালয়েশিয়াগামী আটক”

Home Page » জাতীয় » ” যাত্রী টানছে দালালরা, আরও ৬ মালয়েশিয়াগামী আটক”
বুধবার, ১৭ জুলাই ২০১৩



ship20130717043547.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ  গভীর সমুদ্রে অপেক্ষা করছে থাইল্যান্ডের জাহাজ। ১৯ জুলাইয়ের মধ্যে জাহাজে আটশ’ যাত্রী নিতে হবে। ইতোমধ্যে ৪শ’ নেওয়া হয়েছে। বাকি চারশ’ যাত্রী নেওয়ার জন্য পুরোদমে তৎপরতা চালাচ্ছে অবৈধভাবে সাগর পথে মানবপাচাকারী দালালরা।সাগরে মানবপাচারের জন্য জাহাজ অপেক্ষার খবর প্রকাশের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হওয়ায় দালালরা জাহাজে যাত্রী পৌঁছে দিতে কৌশল অবলম্বন করছে।

এর মধ্যে বুধবার সকালে কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ থেকে ৬ জন মালয়েশিয়াগামীকে আটক করেছে বর্ডার গর্ডার বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবি’র টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মালয়েশিয়া যাওয়ার সময় ৬ জনকে আটক করা হয়। এর মধ্যে মাগুরার ৩, ঝিনাইদাহের ১, ঢাকার ১ এবং ফরিদপুরের ১ জন রয়েছে।

এ ঘটনায় দালালদের চিহ্নিত করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এর আগে ১০ দিন ধরে কক্সবাজার শহর ও টেকনাফ থেকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে আটক হয়েছে প্রায় ৩শ’ যাত্রী। এর আগে ১৬ জুলাই ৭, ৪ জুলাই ২৩, ৬ জুলাই ২৩, ৮ জুলাই ২২০, ১৪ জুলাই ৯ এবং ১৫ জুলাই ১৪ জনকে আটক করে বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড ও ডিবি পুলিশের সদস্যরা।

অনুসন্ধানে জানা যায়, অবৈধভাবে সাগরে পথে মালয়েশিয়ায় মানুষ পৌঁছে দিতে একটি বিশাল জাহাজ এখন কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের অদূরে মিয়ানমারের নিকটবর্তী সাগরের মৌলভীশীল নামক পয়েন্টে অপেক্ষা করছে। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার লোকজনকে ফাঁকি দিয়ে সাগরের জাহাজে যাত্রী পৌঁছানো অব্যাহত রেখেছে দালালরা। মঙ্গলবার পর্যন্ত ১০ দিনে ওই জাহাজে ৪ শতাধিক যাত্রী পৌঁছানো হলেও মঙ্গলবার রাত ও বুধবার ভোরে টেকনাফের সাবরাং ও শাহপরীরদ্বীপ থেকে আরো ১শ যাত্রী ওই জাহাজে পৌঁছানো হয়েছে।

সাগরে জাহাজ অপেক্ষার সংবাদ প্রকাশিত হওয়ার পর মানবপাচারকারী দালালরা নতুন কৌশল প্রয়োগ করছেন।

টেকনাফে থেকে একাধিক সূত্র জানিয়েছেন, সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) নুর মোহাম্মদ, যুবলীগ নেতা আবুল কালামের দালালদের নেতৃত্ব দিচ্ছেন। তারা ট্রলারে করে যাত্রী জাহাজে পৌঁছানোর জন্য প্রশাসন ম্যানেজের নামে প্রতি ট্রলার থেকে ৬০ হাজার টাকা আদায় করছেন। আর তাদের দেওয়া নির্দেশনা মতে বিভিন্ন উপকূল থেকে ট্রলারে করে পৌঁছানো হচ্ছে জাহাজে যাত্রী।

এ কাজে প্রায় সাড়ে ৩শ’ দালাল নানাভাবে জড়িত রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত এসব দালালের মধ্যে রয়েছে প্রভাবশালী চক্র।

সংশ্লিষ্ট সূত্র জানান, আনলাইন সংবাদ মাধ্যম বাংলানিউজের ইনভেষ্টিগেটিভ টিম মানবপাচারের মুল পয়েন্ট কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন সরেজমিনে ঘুরে গত ২২ ডিসেম্বর থেকে ধারাবাহিক অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশ। এ সংবাদে ওই সব দালালদের নামপরিচয় রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫১:০১   ৩৯৬ বার পঠিত