মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯

জেএসসি ও প্রাথমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ ডিসেম্বর

Home Page » আজকের সকল পত্রিকা » জেএসসি ও প্রাথমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ ডিসেম্বর
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯



ফাইল ছবি


বঙ্গ-নিউজ-

পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর অপেক্ষার অবসান হবে আগামী ৩১ ডিসেম্বর। ওই দিন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত জানানো হবে।

একই দিনে ২০২০ শিক্ষাবর্ষের প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের বিনা মূল্যে পাঠ্যবই বিতরণের কাজও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

গত ২ নভেম্বর শুরু হয়েছিল ২০১৯ শিক্ষাবর্ষের জেএসসি ও জেডিসি পরীক্ষা। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২৪ লাখ। যদিও পরীক্ষায় বেশ কিছু সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

অন্যদিকে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছিল ১৭ নভেম্বর। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় ২৯ লাখ।

বাংলাদেশ সময়: ২২:০৭:৪৪   ৬০০ বার পঠিত   #  #  #