মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯

৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু

Home Page » জাতীয় » ৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু হবে আগামী ৯ জানুয়ারি বিকেল ৪টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতা বলে আজ মঙ্গলবার এই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বছরের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরে অধিবেশন জুড়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সাধারণত বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশন কতদিন চলবে তা অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক করা হবে।

একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শেষ হয়েছিল গত ১৪ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৩৯   ৭০৫ বার পঠিত   #  #  #  #  #