মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯

আরো সাত কর্মকর্তাকে সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদায়ন

Home Page » জাতীয় » আরো সাত কর্মকর্তাকে সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদায়ন
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ আরো সাত কর্মকর্তাকে সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদায়ন করেছে সরকার। গতকাল ২৩ ডিসেম্বর, সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত জারি করা এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। যেখানে তারা কর্মরত ছিলেন সেই কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে তাদের।

যারা এবার সিনিয়র সচিব হয়েছেন তারা হলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শাহিন আহমেদ চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন।

এছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনকেও সিনিয়র সচিব করা হয়েছে।

এ পদায়নের মধ্যদিয়ে সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। একজন সিনিয়র সচিবের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। ২০১২ সালে সিনিয়র সচিব নামে নতুন এই পদটি সৃষ্টি করা হয়।

বাংলাদেশ সময়: ১১:৩২:০৯   ৪৮৫ বার পঠিত   #  #  #  #  #