রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
স্ত্রীকে হত্যার পর বৃদ্ধ স্বামীর আত্মহত্যার চেষ্টা
Home Page » সারাদেশ » স্ত্রীকে হত্যার পর বৃদ্ধ স্বামীর আত্মহত্যার চেষ্টাঝিনাইদহ প্রতিনিধি সেলিম রেজাঃ পারিবারিবক কলহের জের ধরে স্ত্রী মাজেদা খাতুনকে (৬০) শ্বাসরোধ করে হত্যার পর স্বামী শাহাজুদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ কিটনাশক পান করে আত্নহত্যার চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঝিটকেপোতা গ্রামে। এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় শাহাজুদ্দিন মন্ডলকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পুলিশ রোববার সকালে নিহত মাজেদা খাতুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এলাকাবাসী জানান, দাম্পত্য কলহের জের ধরে শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রাতের কোন এক সময় স্বামী শাহাজুদ্দিন মন্ডল তার স্ত্রী মাজেদা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে নিজে কীটনাশক পানে আত্নহত্যার চেষ্টা করেন। মহেশপুর থানার ওসি (তদন্ত) আমানউল্লাহ জানান, শনিবার রাতে ঝিটকিপোতা গ্রামের শাহাজুদ্দিন মন্ডল তার স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সে নিজেও কিটনাশক পান করে আত্নহত্যার চেষ্টা চালায়। সাংসারিক বিষয়াদি নিয়ে বৃদ্ধ বয়সে তারা প্রায় ঝগড়ায় লিপ্ত হতেন বলে পুলিশকে জানায় প্রতিবেশিরা। ওসি জানান, শাহাজুদ্দিন মন্ডল মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় মহেশপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:১৫:২১ ৪৭২ বার পঠিত #স্ত্রীকে হত্যার পর বৃদ্ধ স্বামীর আত্মহত্যার চেষ্টা