রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
শীত এসেছে জাঁকিয়ে-খালেদ হোসাইন
Home Page » সাহিত্য » শীত এসেছে জাঁকিয়ে-খালেদ হোসাইনশীত আসে না শীত আসে না
আমরা ছিলাম তাকিয়ে—
শীত এলো তাই জাঁকিয়ে।
দাঁতে দাঁতে ঠক্কর খায়
খসেই যাবে নাকি এ?
শীত আসে না শীত আসে না
আমরা ছিলাম খেপে
পারলে তো পৌষ মাসের আমরা
গলা ধরি চেপে।
এখন তো আর কুলোচ্ছে না
কম্বলে আর লেপে।
কেউ কেউ খায় খিচুড়ি গোশ
তাতে আসে শরীরে জোশ
নানা রকম শীতবস্ত্রে
ওঠে ফুলে ফেঁপে।
তারা কিন্তু ঘুমোতে যায়
মুখে লোশন লেপে।
কিন্তু যারা ফুটপতে শোয়
চটের বস্তা বিছানা
রক্তে মাংসে তারাও মানুষ
এই কথাটা মিছা না।
ওদের মতো এরা কিন্তু
পায় না খেতে ঘি ছানা।
বারান্দাতে শুতে এলে
না, দিও না তাড়িয়ে
এ দুর্যোগে তাদের দিকে
হাত দুটি দাও বাড়িয়ে।
তারাও টিকুক তারাও বাঁচুক
তাদেরও হৃৎপিণ্ড নাচুক
মানবতার নিশান উড়ুক
সকল অহং ছাড়িয়ে।
বাংলাদেশ সময়: ১৫:১৬:২৪ ৫১৪ বার পঠিত # #আধুনিক কবিতা #কবিতা #বাংলা কবিতা #শীতের কবিতা