শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ম বারের মত সভাপতি ও কাজী জাফর উল্লাহ্’কে পুনরায় ৫ম বারের মত সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত করায় এক আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ করা হয়েছে।
শনিবার বিকাল ৫টায় ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছা সেবকলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এসময় মিছিলে বিভিন্ন শ্লোগানের মধ্য দিয়ে কাজী জাফর উল্লাহ্’র পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানো হয়। মিছিল শেষে নেতা-কর্মীদের মাঝে মিস্টি বিতরণ করা হয়েছে। উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহাগ, পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান মুন্সি, সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম মোল্লা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮:১৫:৫২ ১০৬০ বার পঠিত #আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ #প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা #ফরিদপুর #ভাঙ্গা