শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচন
Home Page » জাতীয় » বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচনবঙ্গ-নিউজঃ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বসছে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন। এই অধিবেশনে দেশের সব জেলা থেকে দলের প্রায় সাড়ে সাত হাজার কাউন্সিলর অংশ নেবেন। শনিবার সকাল সাড়ে ১০টায় এর কার্যক্রম শুরু হবে।
কাউন্সিল অধিবেশনে বেশ কয়েকজন কাউন্সিলরের বক্তব্য শুনবেন আওয়ামী লীগ সভাপতি। এরপর কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটি নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু করবে। কাউন্সিলরদের মধ্য থেকে একজন নাম প্রস্তাব করবেন সভাপতি পদে। আরেকজন ওই প্রস্তাব সমর্থন করবেন।
সাধারণ সম্পাদক পদেও একই পদ্ধতি অনুসরণ করা হবে। কোনো পদে একাধিক প্রার্থী না থাকলে যার নাম প্রস্তাব হবে তিনিই নির্বাচিত হবেন। আওয়ামী লীগের আগের বেশ কয়েকটি সম্মেলনেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একজন করে প্রার্থীর নামই প্রস্তাব হয়েছে।
গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন হয়। সভাপতির ভাষণ শেষে সম্মেলন আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ৯:৪৭:০১ ৭৭১ বার পঠিত # #আওয়ামী লীগের জাতীয় সম্মেলন #ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান