মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
মধ্যনগর থানা আওয়ামীলীগ উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন
Home Page » সারাদেশ » মধ্যনগর থানা আওয়ামীলীগ উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন
বঙ্গ-নিউজঃ বাংলাদেশ আওয়ামীলীগ মধ্যনগর থানা শাখার উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যেসকল বীর সেনানী আত্মত্যাগ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন ।
সেই সময় মধ্যনগর থানা আওয়ামীলীগের সুযোগ্য সভাপতি গিয়াস উদ্দীন তালুকদার ও সাধারণ সম্পাদক বাবু পরিতোষ সরকারে ‘র নেতৃত্বে দুই শতাধিক নেতা - কর্মী নিয়ে ভোর ৭ টায় মিছিল পরবর্তী সমাবেশ করেন ।সেসময় আরো নেতৃবন্দ উপস্থিত ছিলেন -প্রভাকর তালুকদার পান্না,শামীম আহমেদ,মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র সরকার,আওয়ামী লীগ নেতা জসীম চৌধুরী, রিপন সরকার,সেচ্ছাসেবক লীগের আহবায়ক এনামুল হক,যুবলীগ নেতা মুরাদ মাহমুদ তালুকদার,ছাত্রলীগের আহবায়ক ওয়াসিফ ইরতীজা আলভী,যুগ্ম আহবায়ক মেহেদী হাসান মান্না,যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম লিমন,ছাত্রলীগ নেতা আরমান হোসেন সহ যুবলীগ,কৃষক লীগ,সেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গিয়াস উদ্দীন তালুকদার সেসময় বিবৃতি প্রদান করেন “ত্যাগী পরিক্ষীত প্রকৃত আওয়ীমীলীগারদের দিয়েই নেতৃত্বেই মধ্যনগর থানা আওয়ামীলীগ আরো সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হবে বলে আমার বিশ্বাস সেই সাথে হাইব্রীড বসন্তের কোকিলদের বিতাড়িত করা হবে ।
সাম্প্রতিক সময়ের উটকো চামচাদের আসল চরিত্র প্রকাশিত হবে ক্রমান্বয়ে সুতরাং সাধু সাবধান হোন এখনও সময় আছে ভাল হয়ে যান নইলে এর পরিণাম খুবই ভয়াবহ হবে ।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ সময়: ১:১০:৩১ ৯২৭ বার পঠিত # #আওয়ামীলীগ #মধ্যনগর থানা #মহান বিজয় দিবস #১৬ই ডিসেম্বর