সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯

ভাঙ্গায় উপজেলা প্রশাসনকে বয়কট করে মুক্তিযোদ্ধা ও আ’লীগের বিজয় দিবস উদযাপন

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় উপজেলা প্রশাসনকে বয়কট করে মুক্তিযোদ্ধা ও আ’লীগের বিজয় দিবস উদযাপন
সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯



মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন

ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় ইউএনও মুক্তাদিরুল আহমেদকে বয়কট করে আলাদাভাবে বিজয় দিবস উদযাপন করেছে ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা।
সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্বাধীনতার ৪৯তম দিবস উদযাপনে অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় র‌্যালী ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

বিজয় র‌্যালি
অনুষ্ঠানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার মাতুব্বরের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজন বয়কট করার কারণ জানিয়ে বিভিন্ন বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধারা। এসময় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে দেশকে অসম্মান করা হয়। ইউএনও উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের অপমান করেছে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। বক্তারা ধিক্কার জানিয়ে ইউএনওকে রাজাকারের সন্তান বলে আখ্যায়িত করে তাকে প্রত্যাহারের দাবী জানান। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সকল অপকর্মের শাস্তি সহ প্রত্যাহারেরর দাবী জানান। সাবেক ডেপুটি কমান্ডার মাহবুব হোসেন মোতালেবের সঞ্চালনায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরিফ ও হাজী সোবাহান মুন্সি প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিজয় র‌্যালীতে ইউএনওর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
উল্লেখ্য সম্প্রতি সর্বসাধারণের আয়োজিত ব্যানারে দুর্ণীতিগ্রস্থ ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন করা হয় এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:৫৩   ১৪৫৩ বার পঠিত   #  #  #