সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Home Page » আজকের সকল পত্রিকা » বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাবঙ্গ-নিউজঃমহান বিজয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। খবর ইউএনবির
শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার স্থপতির প্রতিকৃতির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে আবারও জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিকৃতিতে ফুল দেন শেখ হাসিনা।
নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে। সোমবার বাংলাদেশের বিজয়ের ৪৮ বছর পূর্ণ হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:২২:০৯ ৭৪৭ বার পঠিত # #প্রধানমন্ত্রী #বঙ্গবন্ধু #শেখ মুজিবুর রহমান #শেখ হাসিনা #শ্রদ্ধা