রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
Home Page » প্রথমপাতা » প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় স্বাধীনতাযুদ্ধে যোগদান করা মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্ত করার দাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
রোববার সকালে নুরুল হক মাতুব্বরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি প্রদান করেছেন আবেদনকারীরা।
স্বারকলিপি পাঠ ও মানববন্ধনে বক্তারা বলেন, আজ আমরা দাবীদার মুক্তিযোদ্ধা। কালের আবর্তে বয়সের অন্তিম মূহুর্তে চলে এসেছি। কখন যেন কালের আবহনে জীবনের অবসান ঘটবে। তাই এই অন্তিম মূহুর্তে প্রধানমন্ত্রীর তরফ হতে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়ে জীবনের সর্বশেষ চাওয়াটুকু পূরণ করতে নিরলস আশায় সময় পার করছি। মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, আব্দুল আলীম রুমি, মনোয়ারুল হক, আব্দুস সামাদ, রফিক মাতুব্বর, টুকু মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্বারকলিপি পেয়েছি। ব্যবস্থা গ্রহণে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬:০০:৩০ ১০০৩ বার পঠিত #ফরিদপুর #ভাঙ্গা #মানববন্ধন ও স্বারকলিপি প্রদান