বুধবার, ১৭ জুলাই ২০১৩

সাকা-মুজাহিদের দেখা হলো ট্রাইব্যুনালের হাজতে

Home Page » জাতীয় » সাকা-মুজাহিদের দেখা হলো ট্রাইব্যুনালের হাজতে
বুধবার, ১৭ জুলাই ২০১৩



mujahid-saka.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ যুদ্ধাপরাধের মামলায় রায়ের অপেক্ষায় থাকা জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের সঙ্গে ট্রাইব্যুনালের হাজতখানায় দেখা হয়েছে একই অপরাধে বিচারধীন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর।বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতে দেখা হয় দুজনের, যাদের বিরুদ্ধে একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে বাঙালির ওপর হত্যা, নির্যাতন, গণহত্যা-লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

ট্রাইব্যুনালের নিরাপত্তায় নিয়োজিতরা জানান, সকাল ৯টা ৪২ মিনিটে মুজাহিদকে ট্রাইব্যুনালের হাজতে আনা হয়। এর ১৩ মিনিটের মাথায় যুদ্ধাপরাধের অন্য একটি মামলায় সেখানে নেয়া হয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে।

এ সময় দুজন নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেন বলে নিরাপত্তা কর্মীরা জানান।

প্রায় এক ঘণ্টা চলে তাদের কথোপকথন। ১০টা ৪০ মিনিটে মুজাহিদকে হাজত খানা থেকে বের করে নেয়া হয় ট্রাইব্যুনালের কাঠগড়ায়।

সকাল ৯টা ৩৭ মিনিটে কেন্দ্রীয় কারাগার থেকে একটি সাদা রঙের মাইক্রোবাসে মুজাহিদকে নিয়ে পুরাতন হাই কোর্ট এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর উদ্দেশ্যে যাত্রা করা হয়।

মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অপহরণ, অগ্নিসংযোগ, লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের সাতটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদের বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৩:০৮:১৫   ৩৮৩ বার পঠিত