রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯

ভাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার

Home Page » ফিচার » ভাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার
রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯



প্রতিকী ছবি
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় রুবেল ফকির (২৪) নামক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রুবেল ফকির উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের কামারকান্দা গ্রামের নেকবার ফকিরের ছেলে।
পারিবারিক সুত্রে জানাগেছে, গত দু’দিন যাবৎ রুবেল মন ভার করে বেড়াচ্ছিল। তবে এ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলেও সে কিছু জানায়নি। শনিবার রাত সোয়া ৯টায় সে ঘরের আড়ার সাথে প্লাষ্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দেয়। বিষয়টি বুঝতে পারলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
থানার উপ-পরিদর্শক আনিচুর রহমান বলেন, পরিবারের সদস্যরা থানায় অবগত করলে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৪৮   ৬৯৪ বার পঠিত   #  #  #