শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯

“মধ্যরাতেও “গহীনের গান” নিয়ে প্রচারনায় মত্ত ছিলো আসিফ আকবরের ক্রেজি ভক্তবৃন্দ”

Home Page » এক্সক্লুসিভ » “মধ্যরাতেও “গহীনের গান” নিয়ে প্রচারনায় মত্ত ছিলো আসিফ আকবরের ক্রেজি ভক্তবৃন্দ”
শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯



মধ্যরাতে গহীনের গান নিয়ে প্রচারনায় ক্রেজি ভক্তের দল  বঙ্গ-নিউজঃ বিনোদন রিপোর্টারঃবাংলা গানের ইতিহাসে যিনি চিরঞ্জীব আর অনন্য হয়ে থাকবেন ভক্তকুলের মাঝে,  তিনি বাংলা গানের যুবরাজ আসিফ আকবর । একটানা বিশবছর সংগীতে রাজত্ব করে চলেছেন এই কন্ঠ সম্রাট।

এবার গায়ক থেকে নায়কের খাতায় নাম লিখালেন যুবরাজ আসিফ আকবর। 

মিউজিক্যাল ফিল্ম “গহীনের গান” নামক পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয়  করলেন যুবরাজ  আসিফ আকবর।  আসছে আগামী ২০ ডিসেম্বর সারা দেশের ৩৯ টি পেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

মিউজিক কেন্দ্রিক সিনেমাটির গল্প,, সংলাপ এবং পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সাদাত হোসাইন।  তিনি সময়ের সেরা উপন্যাসিক হিসেবে খুব নাম কামিয়েছেন। সাদাত হোসাইন জানান,,সিনেমাপ্রেমি, গানপ্রেমি এবং সকল স্তরের মানুষগন জীবনের গল্প খুঁজে পাবে এই সিনেমায়। 


 ইতিমধ্যেই সিনেমাটির জন্য প্রচার চলছে টিভি চ্যানেল,,রেডিও চ্যানেল এবং বাংলাদেশের সংবাদপত্র সহ সকল গণ মাধ্যমে। 

তৎসঙে থেমে থাকেননি আসিফ আকবরের ক্রেজি ভক্ত বৃন্দ। 

 গত ১৩ ডিসেম্বর আসিফ আকবরের একজন ক্রেজি ভক্ত ওমর সানি ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার শুভাকাঙ্ক্ষী ও ভক্তবৃন্দকে ফেসবুক পোস্টের মাধ্যমে  এফ ডিসির সামনে আসার আহ্বান জানান ছবিটির প্রচারের জন্য।  

পোস্টটি পেয়ে প্রচারের কার্জে অংশগ্রহণ করেছিলেন,,  নাসির ভূঁইঞা, প্রিন্স ইমন, অপি, ফয়সাল আসিফ, ফরিদ খান, হেমায়েত বাবু,  মিজান আসিফ, হাসিব,, মহিন তালুকদার প্রমুখ। এফ ডিসির সামনে থেকে প্রচার কার্যক্রম শুরু হয় সন্ধ্যা ৬ টা থেকে। তারপর বসুন্ধরা থেকে হাতিরঝিল পর্যন্ত একটানা রাত ১২ টা পর্যন্ত  প্রচারনা চালান ভক্ত বৃন্দ গন বলে জানা যায়।


যুবরাজ  আসিফ আকবর আগেই বলেছেন, গান থেকে সিনেমা নির্মাণ একটি কঠিন কাজ। সেই কাজটি আমরা সর্বোচ্চ শ্রম দিয়ে ভাল  কিছু দাঁড় করানোর চেষ্টা করেছি। কেমন করেছি, সিনেমাটি দেখে দর্শকরাই তা বিচার করবেন। তবে এটা বলতে পারি, ‘গহীনের গান’ মানুষের জীবনের কথা বলবে। 

সিনেমাটি  প্রযোজনা করেছেন দেশের অন্যতম প্রতিষ্ঠান   বাংলাঢোল  কর্তৃপক্ষ।


সিনেমাটি যুবরাজের কন্ঠে ৯ টি গান থাকবে বলে জানান কর্মকুশলী বৃন্দগন।

বাংলাদেশ সময়: ১০:৫৭:০৫   ১৬০৩ বার পঠিত