শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯

ফিরে দেখা রাতে- শাহ মোহাম্মদ সানাউল হক

Home Page » সাহিত্য » ফিরে দেখা রাতে- শাহ মোহাম্মদ সানাউল হক
শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯



 ফিরে দেখা রাতে

কার সাথে তুমি এর তুলনা করবে?
এ ভীষণ স্তব্ধতার? চোয়ালের ফাঁকে
জাবর কাটার রসে বিস্বাদের ফেনা
দৃষ্টির কার্ণিশে ঝুল জমে থাকে, আর
আমার চিৎকারে কাঁপে নিদ্রার দেয়াল-
তবু কি যে সুনসান নীরবতা, শুধু
সাজানো চারপাশে এক আড়াল স্তব্ধতা!

স্মৃতির শরীর খুঁটে আমি সেইসব
বিকেলদের তুলে আনি যে বিকেল আজো
রমনায় বৃক্ষের কাছে সঙ্গ ফেরি করে
একা কোনো বেঞ্চে বসে অযথা ঝিমায়-
অতঃপর সবকিছু একলা হয়ে গেলে
বিধবা লেকের দেহে ক্লান্তিরা ঘুমায়!

হায়, এতোটা সুনসান নীরবতা আর
সাজানো চারপাশে কি যে ভীষণ স্তব্ধতা!
কার সাথে তুমি এর তুলনা করবে?
এ ভীষণ স্তব্ধতার? ফিরে দেখা রাতে!

বাংলাদেশ সময়: ১:৫৯:৫৪   ৬৮৬ বার পঠিত   #  #  #  #