শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯

কাবাডি ও মহিলা ফুটবল দলে কোচ নেবে বিকেএসপি

Home Page » খেলা » কাবাডি ও মহিলা ফুটবল দলে কোচ নেবে বিকেএসপি
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ কাবাডি দলের দুইজন এবং মহিলা ফুটবল দলে একজন কোচ নিয়োগ দেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

একটি জাতীয় দৈনিকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

আগ্রহী প্রার্থীকে বিকেএসপির মহাপরিচালক বরাবর আবেদন করতে হবে। তাদের আগামী ২৮ ডিসেম্বর সকাল ৯টায় লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

কাবাডির কোচের জন্য প্রার্থীকে স্বীকৃতি কোনও বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ কোনও প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

মহিলা ফুটবল দলে কোচ হিসেবে নিয়োগ পেতে আগ্রহীকেও কোনও বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ থাকতে হবে কোনও প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।

বাংলাদেশ সময়: ১১:৫৮:২৬   ৬৮৪ বার পঠিত   #  #  #  #  #  #