বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯

ইউএস-বাংলায় এলো নতুন দুই এয়ারক্রাফট

Home Page » আজকের সকল পত্রিকা » ইউএস-বাংলায় এলো নতুন দুই এয়ারক্রাফট
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ নতুন বছরের শুরুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে যুক্ত হচ্ছে দুটি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট। সংযোজনের অপেক্ষায় থাকা নতুন দুটি এয়ারক্রাফট এটিআর ৭২-৬০০ ফ্রান্স থেকে সরাসরি ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হবে।

দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার বহরে বর্তমানে ১৬৪ আসনের চারটি বোয়িং ৭৩৭-৮০০, চারটি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ সহ মোট ১১টি এয়ারক্রাফট রয়েছে।

জানুয়ারির তৃতীয় সপ্তাহে পর্যায়ক্রমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দ্বাদশ এয়ারক্রাফট (এটিআর ৭২-৬০০ এমএসএন ১৫৮৯) ও ত্রয়োাদশ এয়ারক্রাফট (এটিআর ৭২-৬০০ এমএসএন ১৫৯০) বিমান বহরে যুক্ত হবে।

ফলে বর্তমানে পরিচালিত বিভিন্ন অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলার।

২০১৪ সালের ১৭ জুলাই দুটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৪১   ১১৩৩ বার পঠিত   #  #  #  #