বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯

বর্বরোচিত নৃশংসতা-স্বপন কুমার চক্রবর্তী

Home Page » বিনোদন » বর্বরোচিত নৃশংসতা-স্বপন কুমার চক্রবর্তী
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯



স্বপন কুমার চক্রবর্তী

উন্মত্ত নৃত্যে উদ্বেলিত ওরা

দিগ্বিদিগ জ্ঞানহীন,ছুটছে উর্ধশ্বাসে

মাদকতায় মত্ত, অদম্য উচ্ছাস
উপরের নির্দেশে। মানুষ নয়কো মাটি চায় শুধু
নিধন করে কাফের, নীলনক্সা প্রস্তুত
খাদিম ও ফরমানের।
বাংগালী ঈমানদার নয়
চলে আয়োজন,নরমেদ যজ্ঞের।
আপ্যায়িত করবে পশু-পাখিদের
পূণ্যলাভ ঠুকে দুয়ারে।
বিলম্ব কেন, সময় বয়ে যায়
অশেষ নেকী হাসিলের।

পৈশাচিকতা,নিষ্ঠুরতা,মলিন সকল অতীতের

নিয়ণ সাইন জ্বলেনা আর,পুরো নগরী নিকষ আঁধার

নিমিষে এক গাঢ় তমশায়

কেবল গড়গড় আওয়াজ এক

রাজপথে সমরাস্ত্র ট্যাংকের।

বিচূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়

আঘাত যেন সাইক্লোনের।

ছাত্র-শিক্ষক লাশে পরিনত

“মানতে হবে” নেই আওয়াজ

ভুতুরে শ্মশান ব্যস্ত নগরী,

নেই তাড়া জীবীকা অণ্বেষনের।

প্রাতে চলে যুদ্ধশকট,

কচুপাতা রংয়ের মারণাস্ত্র যুগে

চলাচল পাক সারমেয় শাবকদের

সমগোত্রীয়রা,

দাঁত খিচিয়ে ব্যবচ্ছেদ করে নিষ্প্রাণ দেহ

সাথে টানাটান শকুনের।

দিবায় শিবায় ডাকে,নরমাংসে নিবারে

অন্তহীন জঠরজ্বালা। সৃষ্টির সেরা জীবে

সন্ধান করে না কোন প্রিয়জনে।

কি নির্মম! করুণ পরিনতি, জানা নেই কি কারনে।

টিক্কা খান পাষণ্ড, কসাই

ফরমান জারী করে ফরমানদের

পচিশ মার্চ মধ্যযামে

নামে কুৎসিৎ ঘন আঁধার

আলো ঝলমল শহরে।

অপারেশন সার্চলাইট

বাগালী হবে চিরতরে টাইট

দুরাশা  দুর্মতি নির্বোধ অর্বাচিনের

বিপরীত হলো তার ফল।

দ্বিগুণ তেজে বলিয়ান ওরা

পরিণতি ভীষণ, উড্ডীন গগনে স্বাধীন পতাকা এক

মুক্ত স্বদেশ, মুক্তি লভিল চিরদিনের।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:২৮   ৮০২ বার পঠিত   #  #  #